সাময়িক বিরতি কাটিয়ে ফের মাঠে ফিরছে ভারত ও অস্ট্রেলিয়া। ১ মার্চ থেকে ইনদৌরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টেস্ট খেলবে এই দুই দল। দলের ফিরলেও মিচেল স্ট্রার্কের ফিটনেস নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তিনি ১০০ শতাংশ ফিট কীনা, তা নিয়ে এখন ধোঁয়াশা অজি শিবিরে। স্ট্রার্কের সঙ্গেই এই ম্যাচে দলে ফিরছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তিনিও আহত ছিলেন।
নাগপুর ও দিল্লিতে দুটি টেস্ট হেরে এই সিরিজে এখনও ২-০ পিছিয়ে অস্ট্রেলিয়া। মায়ের অসুস্থতার জেরে দেশে ফিরে গিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ এবং অ্যাস্টন অ্যাগার। তৃতীয় টেস্ট ফিরছেন মিচেল স্ট্রার্ক ও ক্যামরন গ্রিন। কিন্তু এই দুই ক্রিকেটারের ফিটনেস নিয়ে এখন চিন্তায় অস্ট্রেলিয়া।
উল্টোদিকে সিরিজে এগিয়ে স্বস্তিতে ভারতীয় শিবির। তবে চিন্তা ওপেনিং স্লট নিয়ে। রাহুল না শুভমন, এই প্রশ্নের জট ছাড়তে পারে ইনদৌরে।