মোহালিতে প্রথম টেস্টে (Mohali First Test) শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে চালকের আসনে ভারত। প্রথম দিনের শেষে ভারতের রান ছয় উইকেটে ৩৫৭। ৯৭ বলে ৯৬ রান করলেন ঋষভ পন্থ।
এদিন মোহালিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ওপেন করতে নেমে রোহিত শর্মা ফেরেন ২৯ রানে। ৩৩ রান করেন মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। হাফসেঞ্চুরি করেন হনুমা বিহারী। শততম টেস্টে অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৪৫ রান করে আউট হয়ে ফেরেন তিনি। তবে টেস্ট ক্রিকেটে এদিন ৮০০০ রান করে রেকর্ড গড়লেন বিরাট।
আরও পড়ুন: শেষ ওভারে থ্রিলারে কিউয়িদের হারিয়ে দিল ক্যারিবিয়ান মেয়েরা
শ্রীলঙ্কার বোলার এমবালডেনিয়া দুটি উইকেট নিয়েছেন। সুরাঙ্গা লাকমাল, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, ধনঞ্জয় ডি সিলভা একটি করে উইকেট নিয়েছেন।