বিরাট কোহলি 'বিশ্বসেরা ব্যাটার'। রোহিত শর্মা বিশ্বের সবচেয়ে 'বিধ্বংসী'। দুই জাতীয় দলের সতীর্থকে এভাবেই প্রশংসা করলেন ভারতের পেস তারকা মহম্মদ শামি।
ভাইজ্যাগ টেস্টে রোহিতের নেতৃত্বে ইংল্যান্ড সিরিজে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম দুই টেস্টে দলে ছিলেন না বিরাট। রাজকোটে তিনি থাকবেন কিনা, জানা নেই। তার আগেই দলের দুই তারকা ব্যাটসম্যানের প্রশংসা শামির।
আরও পড়ুন: থার্ড আম্পায়ার নট আউট দিলেন, আউট দিলেন গ্রাউন্ড আম্পায়ার! তারপর কী হল?
নিউজ ১৮-এর একটি সাক্ষাৎকারে শামি বলেন, "বিরাট বিশ্বের সেরা ব্যাটসম্যান। অনেক রেকর্ড ভেঙেছেন ও। আমার মনে হয়, বিরাট সেরা। আর রোহিত শর্মা বিশ্বের সবথেকে 'বিধ্বংসী' ব্যাটার।"
সামনেই আইপিএল। বিরাট ও রোহিতকে শামির বলে মুখোমুখি হতে হবে। এরপর T20 বিশ্বকাপ। আইপিএলে ভাল পারফরম্যান্স করলে সুযোগ আসবে T20 বিশ্বকাপে। শামি আত্মবিশ্বাসী, তিনি ডাক পাবেন বিশ্বকাপে।