বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাই ৭ উইকেট। গোটা টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স। ২৪টি উইকেট নিয়ে সেরার সেরা হয়েছেন মহম্মদ শামি। বিশ্বকাপ ফাইনাল চলাকালীন হাসপাতালে ভর্তি ছিলেন শামির মা। এবার ইনস্টাগ্রামে মাকে নিয়ে পোস্ট করলেন টিম ইন্ডিয়ার পেসার।
ইনস্টাগ্রামে শামি লেখেন, তাঁর মা তাঁর কাছে সবকিছু। মায়ের সুস্থতারও প্রার্থনা করলেন তিনি। রবিবার বিশ্বকাপ ফাইনালে তখন উন্মাদনায় কাঁপছে গোটা দেশ। উত্তরপ্রদেশের আমরোহা জেলায় তখন পরিবার উদ্বিগ্ন। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সেই দিনই শামির মা আনার আরা দেবীকে সাহাসপুর হাসপাতালে ভর্তি করা হয়।
এবার বিশ্বকাপে ১০ ওভারে ৫৭ রান দিয়ে ৭ উইকেট। প্রথম ভারতীয় হিসেবে নজির গড়েছেন শামি। বর্তমানে শামির মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। বিশ্বকাপের পরই মায়ের সঙ্গে দেখাও করেছেন শামি।