বিশ্বকাপে সবথেকে কম ম্যাচ খেলে সর্বাধিক উইকেট। ২৪টি উইকেট নিয়ে পেস সম্রাট মহম্মদ শামি। ফাইনালে হারলেও শামির বোলিং নজর কেড়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের। বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে সম্প্রতি বাড়ি ফিরেছেন ক্রিকেট তারকা। এরপরই তাঁর সহসপুরের বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
উত্তরপ্রদেশের ছোট গ্রামের বাসিন্দা শামি। স্থানীয়রা বিশ্বকাপের পর তাঁকে দেখার জন্য আরও বেশি আগ্রহী। সমর্থকরা তাঁর বাড়ির সামনে তাই লম্বা লাইন দিচ্ছেন রোজ। কেউ শামির সঙ্গে সেলফি তুলতে চান। কেউ বা অটোগ্রাফ নিতে চান। প্রতিদিনের ভিড় সামলাতে গিয়ে সমস্যায় পড়েছেন নিরাপত্তারক্ষীরা। শামি নিজেই ভক্তদের ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, তাঁর ফার্ম হাউজের সামনে লাইন দিয়ে কয়েকশো ভক্ত দাঁড়িয়ে। তাঁদের দেখে মুগ্ধ শামিও।