দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা ছিল। ম্যাচ কিছুটা দেরি করেও শুরু হয়। লাঞ্চ পর্যন্ত বক্সিং ডে টেস্ট নির্বিঘ্নেই চলেছে। ২৪৫ রানে ভারতকে অলআউট করে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে উইকেট হারালেও লড়ছেন ডিন এলগার ও টনি ডি জর্জি। ৫ রানে আইডেন মারক্রমকে ফেরান মহম্মদ সিরাজ। দ্বিতীয় লাঞ্চে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১৬ ওভারে এক উইকেট হারিয়ে ৪৯ রান।
এদিন ভেজা উইকেটে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে পড়েও দুরন্ত সেঞ্চুরি করেন কে এল রাহুল। ২০৮ রানে প্রথম দিনের খেলা শেষ হয় ভারতের। সেখান থেকে ২৪৫ রানে অলআউট হয় গোটা টিম। একাই ৫ উইকেট নেন কাগিসো রাবাদা। ৩ উইকেট তুলে নেন নান্দ্রে বার্গার।