অল্পের জন্য বেঁচে গেলেন কপিল দেব। না কোনও দুর্ঘটনা থেকে নয়। সিরাজের মারাত্মক স্পেল থেকে। রবিবার এশিয়া কাপের ম্যাচে অল্পের জন্য হ্যাটট্রিক হাতছাড়া হল মহম্মদ সিরাজের।
এশিয়া কাপে এখনও পর্যন্ত দুটি হ্যাটট্রিক হয়েছে। ১৯৯১ সালে প্রথম হ্যাটট্রিক করেছিলেন কপিল দেব। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। আর ২০১০ দ্বিতীয় হ্যাটট্রিক করেছিল মারুফ। প্রতিপক্ষ ছিল ভারত।
আরও পড়ুন : সিরাজের ৬, হার্দিকের ৩, এশিয়া কাপের ফাইনালে মাত্র ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা
প্রেমাদাসায় টস জিতে ব্যাট করতে গিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু সিরাজের পেস ছোবলে ৩৩ রানে ৭ উইকেট হারিয়ে কোমায় চলে যায় গতবারের চ্যাম্পিয়নরা।
২১ রানে ৬ উইকেট নিয়ে বলাই বাহুল্য ম্যাচের সেরা হায়দরাবাদের এই ক্রিকেটার। হ্যাটট্রিক হাতছাড়া হলেও এক ওভারে চার উইকেট নিয়ে নয়া রেকর্ড সিরাজের।
এই ম্যাচ নিয়ে অনেক হাইপ হয়েছিল। অনেক আশা নিয়ে মাঠে এসেছিলেন শ্রীলঙ্কার সমর্থকরা। কিন্তু স্পিনের পিচে সিরাজের পেসই শিরোনাম হয়ে রইল।