গুঞ্জন চলছিল। শনিবার অবশেষে সিলমোহর পড়ে গেল। চোটের কারণে দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন না মহম্মদ শামি। বিসিসিআই এই খবর জানিয়েছে। তবে শামির বদলি হিসাবে এখনও কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি। শুধু শামি নন, দক্ষিণ আফ্রিকায় নেই আর এক ক্রিকেটার দীপক চাহার। বাবার অসুস্থতার জন্য একদিনের সিরিজ খেলবেন না দীপক।
গোড়ালির চোট নিয়েই বিশ্বকাপ খেলেছিলেন মহম্মদ শামি। তারপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, দক্ষিণ আফ্রিকা সফরে অনিশ্চিত তিনি। কারণ, চিকিৎসকরা জানিয়েছেন, শামির গোড়ালির চোট গুরুতর। সেই খবরেই এবার সিলমোহর বসিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
শুক্রবারই দক্ষিণ আফ্রিকা চলে গিয়েছেন বিরাট কোহলি ও যশপ্রীত বুমরা। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট।