দিন কয়েক আগে প্রশ্ন উঠেছিল ভারতীয় ক্রিকেটে মহম্মদ শামির ভবিষ্যৎ কী? উত্তরে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, অপেক্ষা করতে হবে। গোটা দল অপেক্ষা করছে স্পিডস্টারের জন্য। এর মধ্যেই ভারতীয় দলকে কিছুটা স্বস্তি দিলেন মহম্মদ শামি। জানিয়ে দিলেন, তাঁর শরীরে আর কোনও যন্ত্রণা নেই। ভারতের জার্সিতে বাইশ গজে মাঠে ফেরার জন্য তিনি তৈরি। তবে, তার আগে তিনি বাংলার হয়ে কয়েকটি রঞ্জি ম্যাচ খেলে নিজেকে প্রস্তুত করে নিতে চান।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলেই অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। বর্ডার-গাভাসকার ট্রফিতে এবার পাঁচ ম্যাচের সিরিজ। সংবাদসংস্থা সূত্রে খবর, আগামী ২৮ অক্টোবর টিম সিলেকশন করবেন অজিত আগরকররা। ফলে দল ঘোষণার আগের শামির এই কামব্যাকের ইঙ্গিত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর চোটের কারণে আর কোনও ম্যাচই খেলেননি মহম্মদ শামি। বারবার পিছিয়ে গিয়েছে তাঁর জাতীয় দলে ফেরার স্বপ্ন। এমনকি দিন কয়েক আগে রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন, মহম্মদ শামির পক্ষে সম্ভবত অস্ট্রেলিয়া সফরে যাওয়া সম্ভব হবে না। কারণ শামির চোট এখনও ঠিক হয়নি, তাই তাঁকে অস্ট্রেলিয়া সফরে দেখা যাবে না।
রোহিতের এই স্টেটমেন্টের পরেই গত রবিবার বল হাতে দেখা গিয়েছিল মহম্মদ শামিকে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বর্তমানে রিহ্যাব করছেন শামি। তখনই আন্দাজ করা গিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। এমনকি গুরুগ্রামের একটি অনুষ্ঠান থেকে শামি জানিয়েছেন, তাঁর শরীরে আর কোনও যন্ত্রণা নেই। অস্ট্রেলিয়া সফরেও যেতে চান।
ঠিক কী বলেছেন শামি ?
সোমবার শামি বলেন, 'আগের দিন বোলিং করে খুব ভাল লেগেছে। শরীরের উপর চাপ না দিয়েই অর্ধেক রান-আপে বল করছিলাম। রবিবার সিদ্ধান্ত নিলাম ঠিকঠাক ভাবে বল করব। নিজের ১০০ শতাংশ দিয়েছি। দারুণ লেগেছে। ফলাফলও ভাল। আশা করা যায় দ্রুতই মাঠে ফিরব।' একইসঙ্গে শামি জানিয়েছেন, মাঠে আরও কিছুটা সময় কাটাতে চান। এমনকি আট-দশ দিনের সময় পেলে অস্ট্রেলিয়া যাওয়ার আগে একটা-দুটো ঘরোয়া ম্যাচ খেলার ইচ্ছা রয়েছে তাঁর।
২৬ অক্টোবর ঘরের মাঠে কেরলের বিরুদ্ধে খেলবে বাংলা। শামি অত দ্রুত নামতে পারবেন বলে মনে করছেন না বিশেষজ্ঞেরা। ফলে আগামী ৬ নভেম্বরে কর্নাটকের বিরুদ্ধে বাংলার হয়ে মাঠে নামতে পারেন শামি। কারণ শামিকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা জানিয়ে দিয়েছেন, নিজের ফিটনেস প্রমাণে অন্তত একটি হলেও রঞ্জি ম্যাচ খেলতে হবে। ফলে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শামির কাছে। কারণ এই ম্যাচেই বোঝা যাবে শামির ফিটনেস কোন পর্যায় রয়েছে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার দল গঠন নিয়ে রীতিমতো ভাবনায় রয়েছেন অজিত আগরকররা। ভাবনায় ফেলেছে দলের তিন নম্বর ব্যাটিং অর্ডার। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম হারের পর দলে নানা বিকল্প রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। ফলে জোর গুঞ্জন দলে ফেরানো হতে পারে চেতেশ্বর পূজারাকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শার্দূল ঠাকুরের ব্যাক আপ হিসেবে অলরাউন্ডারের স্পটে ভাবা হচ্ছে নীতীশ কুমার রেড্ডির কথা। পেস বোলিংয়ে বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ থাকছেনই। মহম্মদ শামি ফিট হলে তিনি থাকবেন। আর তাঁর ব্যাকআপ হিসেবে রাখা হতে পারে ময়াঙ্ক যাদব কিংবা হর্ষিত রানাকে।