প্রথম ভারতীয় যিনি এক ওভারে চার উইকেট নিয়েছেন। স্বপ্নের স্পেল করে ভারতকে অষ্টমবারের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন করেছেন। ২১ রানে ৬ উইকেটকে কেরিয়ারে সেরা স্পেল বলে মনে করেন তিনি।
এরপরেও একজন ক্রিকেটারকে ছাপিয়ে মানুষ হিসাবে কলম্বোর প্রেমাদাসায় নিজেকে প্রতিষ্ঠা করলেন মহম্মদ সিরাজ। ম্যাচে সেরা হয়ে পুরস্কার মঞ্চ থেকেই ঘোষণা করলেন, তাঁর পাওয়া ৪ লক্ষ ১৫ হাজার টাকার পুরোটাই প্রাপ্য প্রেমাদাসার মাঠ কর্মীদের।
আরও পড়ুন : টুর্নামেন্টের ফাইনালে সর্বনিম্ন স্কোর, রবিবার আর কী কী রেকর্ড তৈরি হল
সিরাজ মনে করেন, মাঠকর্মীরা না থাকলে এই টুর্নামেন্ট সম্ভব হত না। সিরাজের এই ঘোষণায় ফেটে পড়ল প্রেমাদাস। ভারতীয় দলের কুর্নিশ সিরাজকে। এদিকে টুর্নামেন্ট সেরা কুলদীপ যাদব। এশিয়া কাপের টপ স্কোরার শুভমন গিল।