আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান খোয়ালেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। ওডিআই বোলারদের তালিকার শীর্ষে উঠে এলেন অজি পেসার জশ হ্য়াজলউড। কেরিয়ারে প্রথমবার এই শীর্ষস্থান পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত হ্যাজেলউড। তালিকায় উন্নতি হয়েছে মিচেল স্টার্কেরও। মহম্মদ সিরাজ শীর্ষস্থান থেকে নেমে স্টার্কের সঙ্গে যুগ্মভাবে তিনে রয়েছেন। অন্যদিকে, মুম্বইয়ের মাঠে আগুনে বোলিংয়ের মাধ্যমে বোলারদের তালিকায় ৫ ধাপ উঠে এলেন মহম্মদ শামি। বর্তমানে ২৮ নম্বরে রয়েছেন এই ভারতীয় বোলার।
অন্যদিকে, আইসিসি ব্যাটারদের তালিকাতেও বদল এসেছে। কয়েক ধাপ উঠে এসে ৩৯ নম্বরে রয়েছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্য়াটার লোকেশ রাহুল। এছাড়া বিরাট কোহলি তালিকায় পঞ্চম ও রোহিত শর্মা নবম স্থানে রয়েছেন।