এশিয়া কাপের হাইভোল্টেজ ফাইনালে (Asia Cup Final) স্বপ্নের স্পেল মহম্মদ সিরাজের (Mohhamed Siraj)। মাত্র ৩ ওভারেই ৫ উইকেট তুলে নিলেন তিনি। প্রথম ওভারের তিন বলেই উইকেট পান বুমরা (Jaspreet Bumrah)। কিন্তু থামেননি সিরাজ। ফাইনালের লড়াইয়ে ভেঙে গেল শ্রীলঙ্কার সাধের ব্যাটিং লাইন আপ।
দ্বিতীয় ওভার বল করতে এসেই উইকেট তুলে নেন সিরাজ। পরপর দুই উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং তছনছ করে দেন তিনি। হ্যাটট্রিকের সুযোগ ছিল। কিন্তু হয়নি। ওই ওভারেই চার উইকেট তুলে নেন সিরাজ। মাত্র ১২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন: প্রেমাদাসায় ভারতীয় বোলারদের দাপট, ১২ রানে ৬ উইকেট শ্রীলঙ্কার