কপালে তিলক নিতে অস্বীকার। নেটিজেনদের রোষানলে টিম ইন্ডিয়ার সদস্য মহম্মদ সিরাজ (Md Siraj) ও উমরান মালিক (Umran Malik)। একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এই ভিডিওয়ের সত্য়তা যাচাই করেনি এডিটরজি বাংলা। যেখানে দেখা যায়, হোটেলে ঢোকার সময় তিলক নিতে অস্বীকার করছেন দুই ক্রিকেটার।
এই ভিডিয়ো নিয়েই নেটমাধ্যমে চর্চা শুরু হয়েছে। দুই ক্রিকেটারের এমন আচরণের সমালোচনা করেছেন অনেকেই। তবে টিম ইন্ডিয়ার (Team India) দুই ক্রিকেটারের পাশেও দাঁড়িয়েছেন, ক্রিকেট বিশেষজ্ঞরা। অনেকে বলেছেন, অযাচিত আক্রমণ করা হচ্ছে তাঁদের।
আরও পড়ুন: প্রতারণার শিকার দীপক চাহারের স্ত্রী জয়া, ১০ লক্ষ টাকা খোয়ালেন, প্রাণনাশের হুমকির অভিযোগ
ভিডিয়োতে দেখা যায়, টিমের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও অন্য এক সাপোর্টিং স্টাফও তিলক নেননি। কিন্তু নেটমাধ্যমে আক্রমণের শিকার হতে হয়েছে সিরাজ ও উমরানকে।