একই বছরে দুবার ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে (ODI Bowling Ranking) শীর্ষে মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। জসপ্রীত বুমরা, মহম্মদ শামিকে পেরিয়ে এক নম্বরে উঠে এলেন তিনি। চলতি বছরই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এক নম্বরে ছিলেন মহম্মদ সিরাজ। এরপরই তাঁর পরিবর্তে ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসেন অস্ট্রেলিয়ার জোসে হ্যাজেলউড ()।
এশিয়া কাপে দুর্ধর্ষ পারফর্ম করেন সিরাজ। বিশ্বকাপেও সেই একই ধারা অব্যহত সিরাজের। চোট থেকে ফিরেছেন জসপ্রীত বুমরা। বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স তেমন ভাবে দেখা যায়নি। শামি প্রথম কয়েকটি ম্যাচে ছিলেন না। কিন্তু টানা ৮ ম্যাচে আগুনে বোলিং করেছেন সিরাজ। তাঁরই পুরস্কার পেলেন ভারতীয় বোলার।
আরও পড়ুন: সিংহাসনচ্যূত বাবর আজম, ওয়ানডে ক্রিকেটে এক নম্বরে শুভমান গিল