নতুন বছরে নতুন সিরিজ। দেশ-বিদেশ মিলিয়ে এই বছর সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। যার শুরু হায়দরাবাদ থেকে। ঘরের মাঠে বেন স্টোকসের ইংল্যান্ডের বিরুদ্ধেই চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার। মাঠে নামার আগে, বিরাট কোহলিকেই টার্গেট করার পরামর্শ ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসরের।
ইংলিশ ক্রিকেট দলকে মন্টির পরামর্শ, মাঠ ও মাঠের বাইরে বিরাটকে চাপে রাখতে হবে। গোটা সিরিজে এই কৌশল দেখাতে পারলেই ১২ বছর পর ফের ভারতের মাটিতে সিরিজ জেতা সম্ভব হবে। কারণ, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মনে করেন, এই সিরিজে একমাত্র বিরাটের উইকেটটাই সবচেয়ে বড়।
পরিসংখ্যান বলছে, গত ১২ বছর ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ হারেনি ভারত। শেষবার তারা হেরেছিল এই ইংল্যান্ডের কাছেই। তাই এই সিরিজ রোহিতের কাছে একপ্রকার বদলা নেওয়ার।