ক্যাপ্টেন কুল। সব সময় মাঠে হিমশীতল মস্তিষ্ক। তাঁর হাত ধরেই এসেছে ২০০৭ T20 বিশ্বকাপ। ১৭ বছর পর যখন রোহিত-বিরাটদের লড়াই দেখতে বসেছিলেন, তখন মহেন্দ্র সিং ধোনির বুকে ধুকপুকানিও বেড়ে গিয়েছিল, তবে দ্বিতীয়বার ট্রফি জয়ে খুশি মাহি। দলকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
দেশের হয়ে প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক ইনস্টাগ্রামে লেখেন, "দেশ-বিদেশে থাকা সব ভারতীয় এই বিশ্বকাপ জেতার জন্য ধন্য়বাদ জানাবে টিমকে। অনেক শুভেচ্ছা। জন্মদিনের আগে এই মূল্যবান উপহারের জন্য ধন্য়বাদ।" ৭ জুলাই মাহি ৪৩ বছর পূর্ণ করে ৪৪-এ পা রাখবেন।
সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রশংসা সচিন তেন্ডুলকরের। তিনি লেখেন, ভারতীয় জার্সিতে যতগুলি তারা যোগ হয়. ততই স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া যায়। ভারতের জার্সিতে চতুর্থ তাা যোগ হল। ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় ক্রিকেটের বৃত্ত সম্পূর্ণ হল। বন্ধু রাহুল দ্রাবিড়কেও শুভেচ্ছা জানাতে ভোলেননি সচিন।