রাঁচিতে ভোট দিলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শনিবার রাঁচিতে ষষ্ঠ দফার ভোটগ্রহণ ছিল। বুথে গিয়ে ভোট দিলেন মাহি। গায়ে টি শার্ট, চোখে চশমা। লম্বা চুলে মহেন্দ্র সিং ধোনিকে খোশ মেজাজেই দেখা গেল পোলিং বুথে। এদিকে দিল্লিতে ভোট দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবও।
ধোনিকে দেখে পোলিং বুথে হুড়োহুড়ি পড়ে যায়। মাহির সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় করেন ভোটদাতারা। মোবাইল নিয়ে ছবি তুলতে থাকেন অনেকে। বুথের নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কার্যত হিমশিম খান।
প্লে-অফে চেন্নাই সুপার কিংসকে হারার পরই স্বপ্নভঙ্গ হয় চেন্নাই সমর্থকদের। এরই মধ্যে ধোনির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চেন্নাই থেকে ইকোনমি ক্লাসের ফ্লাইটে রাঁচিতে ফিরতে দেখা যায় মাহিকে। ধোনির ওই ভিডিয়ো দেখে প্রশংসা করেন নেটিজেনরা।