দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে মেতেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি রাঁচির বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করেছেন। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে মুহূর্তেই।
ধোনির স্ত্রী সাক্ষী ছোট ভিডিও শেয়ার করেছেন। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে গিয়েছে। পতাকার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন ধোনি। নজর কাড়ছে তাঁর লম্বা হেয়ারস্টাইল। ধোনির পরনে রয়েছে কালো জ্যাকেট। মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি।
আরও পড়ুন - ক্রিকেট মাঠে সামার স্লট ! ব্রিসবেনে ক্যারিবিয়ান ক্রিকেটারের সেলিব্রেশন ভাইরাল
ভারতীয় সেনার সঙ্গে যোগসূত্র রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। ২০১১ সালে তিনি ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে অভিষিক্ত হন। এরপর ২০১৯ সালে ধোনি বেশ কয়েক সপ্তাহ জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর ক্যাম্পেও কাটিয়েছেন।