প্রথম ম্যাচে নামতে পারবেন তো! আইপিএল শুরুর ২৪ ঘণ্টা আগে মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অধিনায়কের বাঁ-হাঁটুতে চোট আছে বলে খবর। প্রথম ম্যাচে বিশ্রাম নিতে পারেন ধোনি। ধোনি না খেললে, সিএসএকের অধিনায়ক কে হবেন তা জানা যায়নি। দায়িত্ব নিতে পারেন রবীন্দ্র জাদেজা।
বৃহস্পতিবার সব দলের অধিনায়কের সঙ্গে আমেদাবাদ যান মাহি। ট্রফির সঙ্গে ছবিও তোলেন। ছিলেন না মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি সিএসকে ও গুজরাত টাইটান্স। এই ম্যাচে ধোনি নামতে পারবেন কিনা, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। যদিও দলের সিইও কাশী বিশ্বনাথন জানান, অধিনায়ক ১০০ শতাংশ সুস্থ আছেন।
তবে ধোনিকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইবে না চেন্নাই সুপার কিংস। চোট থাকলে তাঁকে প্রথম ম্যাচে বিশ্রাম দিয়ে এরপরই নামানো হতে পারে। বৃহস্পতিবার চেন্নাইয়ের অনুশীলনে ছিলেন না মাহি। তাই জল্পনা আরো বেড়েছে।