গত মরশুমে ফিটনেস নিয়ে একাধিক সমস্যা হয়েছে। আইপিএলে সেই ছন্দেও ছিলেন না মাহি। কিন্তু চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি ধোনিকে ছাড়তে নারাজ। তাই বারবার হলুদ জার্সিতে মাঠে নামতে হয়েছে।
গত মরশুমে সিএসকের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন মাহি। জল্পনা তৈরি হয়, এবার তাঁকে মাঠে দেখা যাবে তো! শেষ মুহূর্তে সব সিদ্ধান্ত পাল্টে দিতে পারেন মাহি। তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, ধোনির ফেরা নির্ভর করছে বোর্ডের প্লেয়ার ধরে রাখার নিয়ম কী হবে, তার উপর।
চলতি বছরের শেষে আইপিএলের মেগা নিলাম। সেই মেগা নিলামে একটি ফ্র্যাঞ্চাইজি কতজন প্লেয়ার ধরে রাখতে পারবেন! ২০২২ সালে আইপিএল মেগা নিলামে বলা হয়, একটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ৪ জন প্লেয়ার ধরে রাখতে পারবেন। ২০১৮ সালে সংখ্যাটা ছিল ৫। এবার ৫ অথবা ৬ জন ক্রিকেটার ধরে রাখার নিয়ম থাকলে, ধোনিকে ছাড়বে না চেন্নাই। ক্রিকবাজ়ের একচটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই নিয়ে ধোনির সঙ্গে কথা হয়েছে সিএসকে মালিক এন শ্রীনিবাসনের। বোর্ডের সিদ্ধান্তের উপরই তাকিয়ে আছে চেন্নাই।
ধোনিকে যদি ছেড়ে দেওয়া হয়, তা হলে তাঁর বদলি কে হবেন! জল্পনা, চেন্নাই ধোনির পরিবর্তে ঋষভ পন্থকে দলে নেওয়ার পরিকল্পনা করছে। গত মরশুমে আইপিএলে কামব্যাক করেছেন ঋষভ পন্থ। কিন্তু তাঁর দল টুর্নামেন্টে ভাল পারফর্ম করতে পারেননি। তাই পন্থকে এবার ছেড়ে দিতে পারে দিল্লি ক্যাপিটালস। পন্থকেই চেন্নাই সুপার কিংস মেগা নিলামে দলে নিতে চায়।