আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। চলতি মরশুমেই হয়ত তাঁকে শেষ বারের মতো আইপিএলের ময়দানে দেখা যাবে। কিন্তু এখনও তাঁকে দেখার উন্মাদনা এক ফোঁটাও কমেনি ভক্তদের মধ্যে। কারণ তিনি মহেন্দ্র সিং ধোনি। তাঁকে এক পলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তাঁর ভক্তরা। এরকমই এক ভক্তের ডাকে সাড়া দিলেন মাহি। সমর্থকের বাড়িতে গিয়ে দেখা করেন তিনি।
অশীতিপর এই সমর্থক দক্ষিণ ভারতের অভিনেত্রী তথা বিজেপির নেত্রী খুশবু সুন্দরের শাশুড়ি মা। বয়স ৮৮ বছর। সম্ভবত তিনি চেন্নাই সুপার কিংসের প্রবীণতম সমর্থক। আর তাঁর ইচ্ছেপূরণ করতেই ভক্তের বাড়িতে পৌঁছে যান ধোনি। এই খবর সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন খুশবু নিজেই।
ধোনির ছবি শেয়ার করে খুশবু লিখেছেন, নায়করা তৈরি হয় না, তাঁরা জন্মায়। সেটাই প্রমাণ করেছেন ধোনি। আমি তাঁর ভালবাসা এবং আতিথেয়তা পেয়ে ভাষাহারা। তিনি আমার শাশুড়ির সাথে দেখা করেছিলেন, যিনি ৮৮ বছর বয়সে ধোনিকে বীরের মর্যাদা দেন। তাঁকে ছাড়া কোনও ক্রিকেটারকে চেনেন না। মাহি, আগামী দিনে আপনার সুস্বাস্থ্য বজায় থাকুক এবং জীবন খুশিতে ভরে উঠুক।'