দীর্ঘদিন খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন বিরাট কোহলি। এশিয়া কাপে সেঞ্চুরি। এরপর বিশ্বকাপে ধারাবাহিক ফর্মে বিরাট। আরব আমিরশাহিতে গত T20 বিশ্বকাপে ছিটকে যাওয়ার পরই তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে যেতে হয় বিরাটকে। সেই খারাপ সময় সবথেকে বেশি পাশে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। জানালেন ওই সময় নিজেই বিরাটের কাছে নিজেই এগিয়ে এসেছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একটি পোডকাস্টে বিরাট জানান, ওই সময়ে ধোনি নিজেই মেসেজ করেন তাঁকে। কী বলেছিলেন মেসেজে! জানালেন বিরাট। বিরাট জানান, ওই মেসেজে ধোনি তাঁকে প্রেরণা দিয়েছিলেন। বিরাটকে ধোনি জানান, যখন ব্যক্তি হিসেবে নিজেকে নিখুঁত লাগে, বা শক্তিশালী মনে হয়, তখন মানুষ প্রশ্ন করতে ভুলে যায়, কীভাবে এটা সম্ভব। এটাই খারাপ লাগার বিষয়।
এশিয়া কাপের আগে কিছুদিন বিশ্রামে যান বিরাট। ওই সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আরসিবির পোডকাস্টেও বিরাট জানান, "আমি সব সময়, একজন আত্মবিশ্বাসী, মানসিকভাবে শক্তিশালী কাউকে চেয়েছিলাম। যে এই কঠিন সময় আমাকে পথ দেখাবে। কখনও কখনও অতীতে যেতে হয়। বর্তমানে কেমন কাজ করছি, সেটা দেখার জন্যও জরুরি।"
এশিয়া কাপে কেরিয়ারের ৭১তম সেঞ্চুরি পান বিরাট। অস্ট্রেলিয়ায় T20 বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করছেন তিনি। ১০ নভেম্বর, সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত।