এবার আইপিএলে (IPL 2022) প্রথম চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) নেতৃত্ব দিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ধোনি ফিরতেই সেই চেনা মেজাজে ধরা দিল চেন্নাই। সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) ১৩ রানে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকল সিএসকে।
কিন্তু কেন ফিরতে হল মহেন্দ্র সিং ধোনিকে! এবার আইপিএল মরশুম শুরু ঠিক ২ দিন আগে নেতৃত্ব ছেড়ে দেন মাহি। ধোনির পরিবর্তে দায়িত্ব নেন রবীন্দ্র জাদেজা। কিন্তু টিমে ধোনি অধিনায়ক হিসেবে না থাকায় একের পর এক ম্যাচে হারতে হয়েছে চেন্নাইকে। কিন্তু রবিবার আইপিএলে চেন্নাই সুপার কিংসকে সামনে থেকে নেতৃত্ব দেন মাহি। ম্যাচের শুরুতেই সিএসকের দুই ওপেনার ডেভিড কনওয়ে ও রুতুরাজ গাইকোয়াড় দারুণ পারফরম্যান্স করেন। ২০০-এর গণ্ডি পেরিয়ে যায় চেন্নাই। এদিকে দীর্ঘদিন পর সিএসকে নেতৃত্ব দিতে এসে ব্যাটিং অর্ডারেও বদল ঘটালেন মাহি। তিন নম্বরে ব্যাট করতে আসেন তিনি। কিন্তু ৮ রানে আউট হয়ে যান মাহি।
আরও পড়ুন: আইপিএলে ফের সিংহ গর্জন, হায়দরাবাদকে হারিয়ে ছুটল নেতা ধোনির চেন্নাই এক্সপ্রেস
চেন্নাই সুপার কিংসের ইউএসপি মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের শুরু থেকে যে কোনও প্রতিপক্ষের কাছে এটাই বড় দুশ্চিন্তার কারণ। ধোনি নেতৃত্বে ফেরার পরে বল হাতে ভাল পারফরম্যান্স করলেন রবীন্দ্র জাদেজাও। এবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ভাল পারফরম্যান্স করছিল। তাঁদের হারানোর পর আইপিএলের সমীকরণ বদলে দিতেই পারে ধোনির চেন্নাই সুপার কিংস। টিমে অধিনায়ক ধোনির গুরুত্ব কতটা, তা নেতৃত্ব দিতে এসেই বুঝিয়ে দিলেন তিনি।