আইপিএলের জন্য নেটে ঘাম ঝরাচ্ছেন এমএস ধোনি (MS Dhoni)। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে। এবার আরও একটি ছবি ভাইরাল (Viral Picture)। বুলেটপ্রুফ জ্যাকেট, খাঁকি উর্দি। এমনই এক পোশাকে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে।
বৃহস্পতিবার টুইটারে ধোনির এই ছবি ট্রেন্ড করতে থাকে। তার সঙ্গে আরও কয়েকজন পুলিশ কর্মীর ছবিও দেখা যায়। অনেকেই কমেন্ট করেন, রোহিত শেট্টির কপ ইউনিভার্সের ছবিতে যোগ দিয়েছেন মাহি। প্রশংসায় ফেটে পড়েন ধোনির অনুরাগীরা। কিন্তু পরে জানা যায়, ছবিটি একটি বিজ্ঞাপন সংস্থার।
আরও পড়ুন: 'আমিই দলের মালিক', সিরিজ জয়ের পর রোহিতের কথা কি ভুলে গেলেন হার্দিক পান্ডিয়া!
বিভিন্ন সংস্থার সঙ্গে সারাবছর চুক্তিবদ্ধ থাকেন মহেন্দ্র সিং ধোনি। সেই বিজ্ঞাপনে পুলিশ অফিসার হয়েছেন মাহি। শুরুতে অনেকেই বুঝতে পারেননি, ধোনি আসলে বিজ্ঞাপনের জন্য পুলিশ সেজেছেন। এবার আইপিএলে ফের চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিতে দেখা যাবে মাহিকে।