আগামী বছর আইপিএল খেলবেন। সাফ জানালেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়েই আইপিএল খেলতে নামবেন তিনি।
চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির একটি অনুষ্ঠানে যোগ দেন মাহি। সেখানেই আগামী মরশুমে আইপিএল খেলার কথা নিশ্চিত করেন। জানান, আগামী মরশুমে চিপক স্টেডিয়ামে তিনি ফিরে আসবেন। হলুদ জার্সিতেই তাঁকে দেখা যাবে। ধোনির এই বক্তব্য টুইটার অ্যাকাউন্টেও শেয়ার করে সিএসকে।
এর আগে বারবার জল্পনা তৈরি হয়েছিল। আইপিএলে ধোনি নামবেন কিনা, তা নিয়েও চলেছিল অনেক গুজব। মনে করা হচ্ছিল, অবসর ঘোষণা করবেন তিনি। কিন্তু এবার মাহি নিজেই জানালেন, ২০২৩ সালের আইপিএলেও দেখা যাবে মাহিকে। ধোনির ঘনিষ্ঠমহল সূত্রে খবর, এবার আইপিএল খেলেই হয় তো ক্রিকেট থেকে চিরবিদায় জানাতে পারেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
আরও পড়ুন: 'হৃদয়বিদারক', ক্যানসার আক্রান্ত খুদেকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট ডেভিড মিলারের
আগামী আইপিএল ঘরের মাঠেই হবে। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, হোম-অ্যাওয়ে- পুরনো পদ্ধতিতেই ফের শুরু হবে আইপিএল। প্রত্যেক দলের হোম গ্রাউন্ড ফের সেজে উঠছে।