খেলার দুনিয়ায় এক টালমাটাল পরিস্থিতি চলছে। রজার ফেডেরার-ঝুলন গোস্বামী ইতিমধ্যেই অবসর নিয়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিশেষ ঘোষণার ইঙ্গিত দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রবিবার দুপুর ২টোয় ভক্তদের জন্য ফেসবুক লাইভে আসবেন বলে জানান চেন্নাই সুপার কিংস অধিনায়ক। ফলে তাঁর ভক্তদের মধ্যে জোর গুঞ্জন, ফেডেরার-ঝুলনের পর কী এবার ধোনির পালা?
ধোনির উল্লিখিত ওই 'বিশেষ' শব্দটি নিয়েই শুরু হয়েছে জল্পনা। তিন বছর আগেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার পরেও শুধুমাত্র ভক্তদের জন্যই খেলে যাচ্ছেন আইপিএল। আগেই সিএসকে কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের আইপিএলেও চেন্নাইকে নেতৃত্ব দেবেন সেই মাহি। ফলে ধোনি-ভক্তদের এখন একটাই প্রশ্ন, আর কী বলার থাকতে পারে, যা 'বিশেষ' হতে পারে তাঁদের জন্য?
আরও পড়ুন- Roger Federer : রাজার বিদায়ে চোখে জল রাফা-জোকারের, ফেডেরার চিরন্তন
ফেসবুকে থাকলেও তাতে তেমন সক্রিয় নন মাহি। ফলে ফেসবুকে তাঁর এই হঠাৎ লাইভের ঘোষণা কিছুটা হলেও চাপে রাখছে ধোনি-ভক্তদের। তবে কী বাকিদের পথে হেঁটে ধোনিও ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানাবেন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই জানা যাবে ধোনির ওই 'বিশেষ' বার্তার আসল উদ্দেশ্যে। ততক্ষণ পর্যন্ত আশা-আশঙ্কার দোলাচলে ভাসছে আসমুদ্রহিমাচল।