মহেন্দ্র সিং ধোনি মাঠে নামলেই রেকর্ড। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নেমে ২ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন মাহি। প্রথম T20 ক্রিকেটার হিসেবে ১৫০তম ম্যাচে জয় পেলেন মাহি। এছাড়াও টানা ৭ ইনিংসে নট আউট থাকারও রেকর্ড গড়লেন তিনি।
রবিবার সানরাইজার্সকে ৭৮ রানে হারিয়ে জয়ী হয় চেন্নাই সুপার কিংস। আইপিএলে এদিন ২৫৮তম ম্যাচ খেলতে নামেন মাহি। ২০০৮ সালে আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন মাহি। এবারই চেন্নাইয়ের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ান তিনি। এই মরশুমে দলকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গাইকোয়াড়।
এখনও পর্যন্ত T20 ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচ জয় মহেন্দ্র সিং ধোনিরই। ১৫০টি ম্যাচে জয়ী তিনি। এরপরই আছেন রবীন্দ্রী জাদেদা ও রোহিত শর্মা। চার নম্বরে আছেন দীনেশ কার্তিক ও পাঁচে সুরেশ রায়না।