চিপক স্টেডিয়ামে রবিবার আইপিএল ফাইনাল। দেড় মাস ধরে চলা ক্রিকেটের মহোৎসব শেষ হতে চলেছে। সিএসকে ছিটকে যাওয়ায় ক্রিকেট নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে চেন্নাই। আইপিএলের কোনও উত্তাপ টের পাওয়া যাচ্ছে না শহরে। আলোচনা ধোনির অবসর নিয়েই। সিএসকে সমর্থকরা চাইছেন, ধোনি যদি অবসর নেন, তা হলে টিমের কোচ বা মেন্টর হিসেবে ফিরুন মাহি।
আইপিএলে এবার চেন্নাই সমর্থকরা ধরেই নিয়েছিলেন, ফাইনালে ঘরের মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। টিমের বিদায়ের পর প্লে-অফ নিয়ে আলোচনা নেই। বরং ধোনির ভবিষ্যত নিয়েই ভাবনা বেশি। আগামী আইপিএলে কি খেলবেন! নাকি অবসর নিয়ে ফেলবেন? ধোনি এবারও এই নিয়ে মুখ খোলেননি। সিএসকে ফ্যানদের দাবি, আগামী বছরও চেন্নাইয়ের হয়ে নামবেন মাহি।
চেন্নাইয়ের সমর্থকরা বলছেন, এখনও ধোনি এখনও অবসর নেননি। তাই আরও একবছর অন্তত খেলতেই পারেন। আর অবসর নিয়ে নিলে, তাঁকে হেড কোচ হিসেবে যাতে নিয়ে আসা হয়।