চেন্নাই সুপার কিংসের প্রত্যেক খেলাতেই নজরে মহেন্দ্র সিং ধোনি। তাঁর প্রত্যেক মুভমেন্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার ম্যাচ চলাকালীন তাঁর দিকে ক্যামেরা তাক করতেই অন্য মেজাজে মাহি। ক্যামেরাম্যানের দিকে বোতল ছুড়ে মারতে গেলেন। ওই ভিডিয়ো এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সিএসকের দুই ম্যাচে শেষ দিকে এসে ঝোড়ো ইনিংস এসেছে মাহির ব্যাটে।মঙ্গলবার তাঁর দিকে ক্যামেরা তাক করা হয়। ধোনি বোতল ছোড়ার ভঙ্গি করেন। সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘুরিয়ে নেওয়া হয়। মিস্টার কুল মাঠে কখনও মেজাজ হারান না। কিন্তু মঙ্গলবার ধোনি মজা করেই বোতল ছোড়ার মতো স্টান্ট দিয়েছেন। কিন্তু মাহির মুখে কোনও হাসি দেখা যায়নি। তাই মাহি কি এই ঘটনায় রেগে গিয়েছেন কিনা, জানা যায়নি।