বাইশ গজের কিংবদন্তী মহেন্দ্র সিং ধোনি। কিন্তু শুধু ব্যাটে বলেই না, ব্যাডমিন্টন কোর্টেও যে তিনি সমান পারদর্শী এবার সেই প্রমানই দিলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।
ওই ভিডিয়োতেই দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে ডবলসে ব্যাডমিন্টন খেলছেন ধোনি। আর তাঁর স্ম্যাশ নাস্তানাবুদ করে দিচ্ছে নেটের অপর প্রান্তে থাকা তাঁর প্রতিদ্বন্দ্বীকে। যা দেখে অনেকেই বলছেন, শুধু ক্রিকেট কিংবা ফুটবল নয়, ব্যাডমিন্টনেও একই রকম দাপুটে তিনি।
আগামী আইপিএলে মহেন্দ্র সিং ধোনি খেলবেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কারণ তাঁর হাটুতে চোট লেগেছিল। কিন্তু মাহিকে ব্যাডমিন্টন খেলতে দেখে অনেকেই মনে করছেন, হাঁটুর চোট কাটিয়ে উঠেছেন তিনি। ফলে ২০২৫ সালে ফের তাঁকে আইপিএলের লড়াইয়ের দেখা যাবে বলে অনুমান করছেন তাঁর অনুরাগীরা।
আপাতত ছুটির মেজাজে রয়েছেন ক্যাপ্টেন কুল। পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। চোটের কারণে ব্যথা নিয়েই আইপিএল খেলেছেন তিনি। তবে নিজেকে ফিট রাখতে সব সময়ই শারীরিক কসরত চালিয়ে যাচ্ছেন ধোনি তা এই ভিডিয়ো দেখলেই বোঝা যায়।
৪৩ বছর বয়সী মাহি চেন্নাইকে পাঁচটি আইপিএল ট্রফি জিতিয়েছেন। ফলে তাঁর চোট কাটিয়ে ওঠার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আহ্লাদে আটখানা তাঁর সমর্থকরা।