ম্যাচ শুরুর আগে জড়িয়ে ধরলেন। আর শেষ ওভারে তিনটি ছয়। হার্দিক পান্ডিয়ার শেষ ওভারে ৪ বলে ২০ রান মহেন্দ্র সিং ধোনি। তাঁর ব্যাটেই ২০০ রানের গণ্ডিও পেরিয়ে গেল চেন্নাই।
রবিবার ম্যাচের আগে একটি দৃশ্য মন ছুঁয়ে গিয়েছিল ক্রিকেটপ্রেমীদের। খেলার শুরুর আগে মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জড়িয়ে ধরতে দেখা যায় মাহিকে। দীর্ঘদিন ধরে ঘরের মাঠে বিদ্রুপের স্বীকার হতে হয় হার্দিককে। এদিনও রোহিত-রোহিত বলে স্লোগান ওঠে। এদিন ৩ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন হার্দিক। শেষ ওভারে ড্যারিল মিচেলকে ফেরান। এরপরই ক্রিজে আসেন মাহি। পরপর তিন বলে তিনটি ছয় আসে ধোনির ব্যাটে। ৫০০ স্ট্রাইক রেট নিয়ে মাঠ ছাড়েন মাহি।