আর দুমাসও বাকি নেই আইপিএলের। তার আগেই অনুশীলন শুরু করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। লম্বা চুল, গালে দাড়ি, চেন্নাইয়ের জার্সি পরে ব্যাট নিয়ে দাঁড়িয়ে মাহি। ধোনির এক অনুরাগী ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
গত আইপিএলে গুজরাত টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। মনে করা হয়েছিল গতবছরই আইপিএল থেকে অবসর নেবেন মাহি। কিন্তু তিনি ইঙ্গিত দেন, অনুরাগীদের জন্য ফের নামতে পারেন তিনি। সেই মতো জানুয়ারি থেকেই অনুশীলন শুরু করে দেন ধোনি।
ক্রিকেট থেকে সারাবছর দূরে। আইপিএলের আগেই তাই অনুশীলন করেন মাহি। নিজেকে ফিট রেখে দলকে নেতৃত্ব দেবেন। এমনটা চায় সিএসকে টিম ম্যানেজমেন্ট। ধোনিকে হলুদ জার্সিতে দেখে খুশি আপামর ভক্তরাও।