পক্ষ-বিপক্ষের লড়াইয়ে গমগম করছে চিন্নাস্বামী স্টেডিয়াম। কলকাতা-বেঙ্গালুরু দু'পক্ষই একে অপরকে কাবু করতে মরিয়া। এর মধ্যে নজর কাড়লেন দুই প্রতিপক্ষ। পক্ষ বিপক্ষ ভুলে কলকাতার ভেঙ্কটেশ্বরের জুতোর ফিতে বেঁধে দিলেন বেঙ্গালুরুর সিরাজ। তখন কোথায় প্রতিপক্ষ? যেন শুধুই ভ্রাতৃত্ব। ফ্রেমবন্দি এই মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বেঙ্গালুরু তখন বোলিং করছে। ব্যাট করছেন কেকেআরের ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার। ৩০ বলে হাফসেঞ্চুরির খেলছেন। তাঁকে আউট করার চেষ্টা চালাচ্ছেন মহম্মদ সিরাজ। আচমকাই জুতোর ফিতে খুলে গেল ভেঙ্কটেশের। ধরা চূড়া পরে সেই ফিতে বাঁধতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তিনি।
আরও পড়ুন - সমালোচনা থেকে দূরে থাকার পরামর্শ, কাকে পাশে পেলেন হার্দিক?
পক্ষ-বিপক্ষ ভুলে এগিয়ে এলেন বেঙ্গালুরুর মহম্মদ সিরাজ। সযত্নে তিনি বেঁধে দিলেন ভেঙ্কটেশের জুতোর ফিতে। তখন যেন কটা বল, কত উইকেট, কে নিলেন সব ইকুয়েশন যেন ফিকে। সবার উপরে যেন মানবিকতা।