তৃতীয় দিনের সকালটা ভাল হল টিম বেঙ্গলের। প্রথমেই ২ উইকেট তুলে নিল মনোজ ব্রিগেড। দুটি উইকেটই পেলেন মুকেশ কুমার। আউট হয়ে ফিরলেন দুই সেট ব্যাটসম্যান অর্পিত বাসাবেদা ও চিরাগ জানি। ৮১ রান করে ফেরেন বাসাবেদা। ৬০ রানে ফেরেন চিরাগ জানি।
মুকেশ কুমারের পাশাপাশি ভাল বল করলেন আকাশদীপ সিংও। ৯৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান তুলে নিয়েছে সৌরাষ্ট্র। এবার দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে সৌরাষ্ট্রকে অলআউট করাই লক্ষ্য বাংলার।
শুক্রবার কোচ লক্ষ্মীরতন শুক্লা জানান, এখনও ৩ দিন বাকি আছে। ম্যাচ ঘুরতে পারে। শনিবার সকাল থেকেই ঘরের মাঠে তুখোড় ফর্মে বাংলা। ক্রিজে আছেন প্রেরক মানকড় ও অধিনায়ক জয়দেব উনাদকড়।