WPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারালেও ফাইনালে ওঠা নিশ্চিত নয় হরমনপ্রীত কৌরদের। ১১.৩ ওভারে আরসিবির ১২৬ রান তাড়া করতে হত মুম্বইকে। ৪ উইকেটে আরসিবি-কে হারালেও এখনও অপেক্ষা করতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে।
এদিন টুর্নামেন্টে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে আরসিবি। ব্যর্থ সোফি ডিভাইন। ২৪ রান করেন স্মৃতি, ২৯ রান এলিস পেরির। ১৩ বলে ২৯ রান করেন রিচা। জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করলেও এত কম ওভারে রান তুলতে পারেনি মুম্বই। হায়লে ম্যাথিউজ ও ইয়াস্তিকা ভাটিয়া ওপেনিংয়ে ভাল শুরু করেন। মুম্বইয়ের হয়ে ৩ উইকেট ও ৩১ রান করেন আমেলিয়া কের। ১৬.৩ ওভারে ১২৯ রান তোলে মুম্বই।
মুম্বইয়ের হয়ে ৩০ রান করেন ইয়াস্তিকা। ম্যাথিউজ করেন ২৪ রান। ১৯ রান করেন পূজা বস্ত্রকার।