মোহালিতে ২১৪ রান তাড়া করে জয় মুম্বই ইন্ডিয়ান্সের। অধিনায়ক রোহিত ওপেনে নেমে ব্যর্থ হলেও ইশান কিষাণ ও সূর্যকুমার যাদবের বড় ইনিংসে সহজ জয় পেল মুম্বই। ১০ বলে ২৬ রান করলেন তিলক ভার্মা। ৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় রোহিত ব্রিগেডের।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ঝোড়ো ইনিংস খেলেন পঞ্জাবের লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মা। ২১৪ রান তোলে পঞ্জাব।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ০ রানে ফেরেন রোহিত। ৪১ বলে ৭৫ রান আসে ইশান কিষাণের ব্যাট থেকে। ২৩ রান করে এলিসের ডেলিভারিতে ফেরেন ক্যামেরুন গ্রিন। ইমপ্যাক্ট প্লেয়ার সূর্যকুমার যাদব ৩১ বলে ৬৬ রান করেন।