আইপিএলের চলতি মরশুমে টানা হারের হ্যাটট্রিক। সোমবার ওয়াংখেড়েতে ৬ উইকেটে হারতে হল মুম্বই ইন্ডিয়ান্সকে। রাজস্থানের বিরুদ্ধে হেরে মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানালেন, তাঁর উইকেটই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। আরেকটু সাবধানী হতে পারতেন তিনি।
ম্যাচের পর হার্দিক বলেন, "১৫০-১৬০ রান করলে লড়াইয়ের জায়গায় থাকত টিম। আমার উইকেটেই খেলার মোড় ঘুরে গিয়েছে। আরেকটু সাবধানী হওয়া উচিত ছিল।" ব্যাটারদের পাশাপাশি এই পিচ বোলারদের জন্য সহায়ক। খেলার ফল সব সময় পক্ষে থাকে না। এখন এসব নিয়ে ভাবিই না। তবে দল হিসেবে আমাদের আরও এগিয়ে যেতে হবে। শৃঙ্খলাবদ্ধ হতে হবে। আগামী ম্যাচগুলিতে আরও সাহসী হতে হবে।"
এদিন ওয়াংখেড়ের ব্যাটিং সহায়ক উইকেটে প্রথমে ব্যাট করে মুম্বই। শুরুতেই ট্রেন্ট বোল্টের ডেলিভারিতে তছনছ হয়ে যায় মুম্বইয়ের টপ অর্ডার। রোহিত, নমন ধীর ও ব্রেভিস তিন ব্যাটার ০ রানে ফেরেন। এই কঠিন সময় হার্দিক পাল্টা আক্রমণ শুরু করেছিলেন। ২১ বলে ৩৪ রান করেন। চাহালের ডেলিভারিতেই ফিরতে হয় হার্দিককে।