আইপিএলের কোয়ালিফায়ারে বৃষ্টি। নির্ধারিত সময় খেলা শুরু করা গেল না। ৭টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টিতে টসের সময় পিছিয়ে যায়। ৭টা ৪৫ মিনিটে টস হয়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
এদিন ৭টা ২০ সময় মাঠ পরিদর্শন করেন ম্যাচ রেফারি। ঠিক হয় ৭টা ৪০ মিনিটে ফের মাঠ পরিদর্শন করবেন। দ্বিতীয়বার পরিদর্শনের পর সিদ্ধান্ত নেওয়া হয় ৭টা ৪৫ মিনিটে টস হবে। ৮টা থেকে শুরু ম্যাচ। মুম্বই টিমে ফিরলেন কার্তিকায়েন। গুজরাত টিমে দুটি পরিবর্তন করেন হার্দিক পান্ডিয়া। টিমে ফিরেছেন জোসে লিটল ও সাই সুদর্শন।