মেয়েদের আইপিএলে অবশেষে থেমে গেল হরমনপ্রীতের মুম্বইয়ের বিজয়রথ। শনিবার তাঁদের বিজয় দৌড় থামিয়ে দিল উত্তরপ্রদেশ। পাঁচ ম্যাচ পর এই প্রথম মেয়েদের আইপিএলে হারল মুম্বই। প্রথমে ব্যাট করে ১২৭ রানে গুটিয়ে যায় মুম্বই। উত্তরপ্রদেশের হয়ে তিনটি উইকেট সোফি এলিসটোনের। রান তাড়া করতে নেমে তিন বল ও পাঁচ উইকেট হাতে রেখে ম্যাচ বার করে নেয় উত্তরপ্রদেশ।
এদিন ডিওয়াই পাটিল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে মুম্বই। সাতান্ন রানের মধ্যে প্রথম তিন উইকেট হারায় তারা। আউট হওয়ার আগে ৩০ বলে ৩৫ রান করেন ক্যারিবিয়ান ক্রিকেটার হেইলি ম্যাথাউজ। মুম্বইয়ের বোর্ডে এটাই সর্বোচ্চ রান। অধিনায়ক হরমনপ্রীতের অবদান ২২ বলে ২৫ রান। ব্রিটিশ ক্রিকেটার চিং মিঙ উঙের ১৯ বলে ৩২ রানের সৌজন্যে মুম্বইয়ের রান ১২৯ গিয়ে পৌঁচ্ছয়। এলিস্টোনের পাশাপাশি ম্যাচে দুটি উইকেট নেন ভারতীয় স্পিনার দীপ্তি শর্মা।
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি উত্তরপ্রদেশে। ২৭ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে একসময় চাপে পড়ে যায় ওয়ারিয়ার্স। এখান থেকে হ্যারিসকে নিয়ে দলের জয়ের রাস্তা মসৃণ করেন ম্যাকগ্রা। ২৫ বলে ৩৮ রান ম্যাকগ্রার। হ্যারিসের অবদান ২৮ বলে ৩৯ রান। ম্যাচ ফিনিস করে ম্যাচের সেরা দীপ্তি শর্মা।