চোট পেয়ে এই মরশুম থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার জেসন বেহেরনডর্ফ। তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে দিল মুম্বই ইন্ডিয়ান্স। দলে এলেন ইংল্য়ান্ডের বাঁ-হাতি পেসার লিউক উড।
আইপিএলের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি থেকে জানা গিয়েছে, ৫০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের বিবৃতি দিয়ে জানিয়েছে, "বেহরনডার্ফের পরিবর্ত হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স লিউক উডকে দলে নিয়েছে।"
আরও পড়ুন: ২ মাস পর ২২ গজে বিরাট, বেঙ্গালুরুতে পৌঁছলেন ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে!
ইংল্যান্ডের হয়ে পাঁচটি T20 খেলেছেন লিউক উড। T20 ক্রিকেটে ৮টি উইকেট তুলে নিয়েছেন। গুজরাতের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে অনিশ্চিত দিলশান মদুশঙ্কা ও জেরাল্ড কোয়েটজে।