রোহিত শর্মাকে সরিয়ে এবার আইপিএল মরশুমে অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। এবার মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স খুবই খারাপ। পাকিস্তানকে হারানোর পর প্রাক্তন অধিনায়ক রোহিতকে নিয়ে পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের।
পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশংসা সব মহলে। প্রথমে ১১৯ রান তোলে টিম ইন্ডিয়া। সেই রানেই পাকিস্তানকে আটকে দেয় ভারত। কম রানের পুঁজি নিয়ে এই উত্তেজনার ম্যাচে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। এরপরই এক্স প্ল্যাটফর্মে মুম্বই ইন্ডিয়ান্স লেখে, "রো'স গ্যাম্বিট। চেকমেট হিটম্যানস মুভ।" দক্ষ দাবাড়ু হিসেবে হিসেবে দেখানো হয়। তা হলে কি রোহিতের নেতৃত্বে আগামী মরশুমে ফিরছে মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএলের সময় রোহিতের সঙ্গে মুম্বই কর্তৃপক্ষের দূরত্ব প্রকাশ্যে আসে। একটি ম্যাচের পর নীতা আম্বানির সঙ্গে বাদানুবাদও হয়। রোহিতকে বলতে শোনা যায়, এটাই তাঁর মুম্বইয়ে শেষ বছর।