আইপিএলের নিলামের আগে কেমন হতে পারে দল। এই নিয়ে জল্পনা চলছেই। সূত্রের খবর, গুজরাত টাইটান্সকে জেতানোর পর ঘরের দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন হার্দিক পান্ডিয়া। রোহিতের অধীনেই খেলবেন তিনি। এদিকে শোনা গিয়েছে, টিমের সেরা ওপেনার ইশান কিষাণকে এই নিলামেই ছেড়ে দিতে পারে মুম্বই। যদিও এই নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি।
তবে এবার কাদের ছেড়ে দিতে পারে টিম, তার একটি তালিকা প্রকাশ্যে এসেছে। ক্রিস জর্ডন, পীযূষ চাওলা, সন্দীপ ওয়ারিয়ার, জোফ্রা আর্চার ও রিলে মেরেদিথকে ছেড়ে দেবে মুম্বই ইন্ডিয়ান্স।
রোহিত শর্মাও কি এবার আইপিএল নিলামে মুম্বই ছাড়বেন! তা নিয়েও কিন্তু জল্পনা তৈরি হয়েছে। রোহিতের নেতৃত্বেই মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে সর্বাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স টুইট করে জানিয়েছে, রোহিত মুম্বইয়ের চিরকালের।