ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় মুম্বই ইন্ডিয়ান্সের। পাটা উইকেটে আগুনে বোলিং ট্রেন্ট বোল্টের। বিধ্বংসী বোলিং যুজভেন্দ্র চাহালের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। ৪ ওভারে ২২ রান খরচ করে ৩ উইকেট পান বোল্ট। অন্যদিকে চাহাল ৪ ওভারে ১১ রানে পেয়েছেন ৩ উইকেট।
টসে জিতে ফিল্ডিং
সোমবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরুতেই উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স। এদিন প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। রোহিত শর্মা ও নমন ধীর প্রথম বলেই ফিরে যান। বোল্টের পরের ওভারে প্রথম বলে ফেরেন ব্রেভিস। মাত্র ৩.৩ ওভারে ২০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে মুম্বই।
রোহিতের লজ্জার রেকর্ড
এদিকে না চেয়েও রেকর্ড গড়েছেন মুম্বইয়ের ওপেনার রোহিত শর্মা। ১৭বার আইপিএলে প্রথম বলে আউট হয়ে ফিরলেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। দীনেশ কার্তিকের সঙ্গে একই আসনে এবার রোহিত শর্মা।