এবার আইপিএলের প্লে-অফের লড়াই। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২৭৭ রান তুলেছিল সানরাইজার্স। মুম্বই রান তাড়া করে ভাল খেলে। তবুও হারতে হয়। এবার হার্দিক ব্রিগেডের কাছে বদলার ম্যাচ।
রবিবার পয়েন্ট টেবিলের নিরিখে ৫ নম্বরে আছে সানরাইজার্স। শুধু নিজেদের জিতলেই হবে না। আগামী ম্যাচগুলিতে লখনউ ও চেন্নাইয়ের হারের দিকেও তাকিয়ে থাকতে হবে। ১০ ম্যাচে তাঁদের পয়েন্ট ১২। মুম্বই ম্যাচ জিতলে ফের ১৪ পয়েন্ট নিয়ে প্রথম তিনের মধ্যে চলে আসার সুযোগ হায়দরাবাদের।
২০২৪-এর মরশুম মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ভাল যায়নি। তিলক ভার্মা রানের মধ্যে থাকলেও, অধিনায়ক হার্দিক প্রথম দায়িত্ব নিয়ে ভাল পারফরম্যান্স করতে পারেননি। প্রাক্তন অধিনায়ক রোহিতের ব্যাটেও বড় ইনিংস দেখা যায়। প্লে-অফের আশা কার্যত শেষ। সানরাইজার্স হায়দরাবাদের পরে মুম্বই ইডেনে নাইটদের বিরুদ্ধে নামবে। শেষ ম্যাচ তাঁদের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।