সোমবার ঘরের মাঠ ওয়াংখেড়েতে প্রথমবার নামছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। প্রথম দুটি ম্যাচে হারতে হয়েছে হার্দিক ব্রিগেডকে। প্রত্যয়ী যশস্বী-সঞ্জুদের বিরুদ্ধে কতটা ঘুরে দাঁড়াতে পারবে মুম্বই!
মরশুমের শুরুতে রোহিত শর্মাকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। গুজরাত ও সানরাইজার্স ম্যাচে শুধু হারই নয়, ম্যাচে হার্দিকের একাধিক সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। পয়েন্ট টেবিলেরও একদম নিচের দিকে আছে টিম। কিন্তু পরিসংখ্যানের দিক থেকে শেষ পাঁচ ম্যাচে ৪-১ ব্যবধানে এগিয়ে মুম্বই। এটাই স্বস্তি হার্দিক পান্ডিয়ার।
আরও পড়ুন: বুমরা বা শামি নন, মায়াঙ্ক যাদবের প্রেরণা কে, জানালেন ২১ বছরের লখনউ পেসার
এদিকে মরশুমের শুরু থেকেই ছন্দে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। ভাল খেলছেন যশস্বী জয়সওয়াল। মিডল অর্ডারে টিমের ভরসা রিয়ান পরাগ। প্রথম ম্যাচে লখনউ ও পরের ম্যাচে দিল্লিকে হারিয়েছে রাজস্থান। মুম্বইয়ের বিরুদ্ধে আত্মবিশ্বাসী অধিনায়ক সঞ্জু।