মেয়েদের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই জয় মুম্বই ইন্ডিয়ান্সের। গুজরাত জায়ান্টসকে ১৪৩ রানে হারিয়ে দারুণ শুরু করলেন হরমনপ্রীত কৌররা। হরমনপ্রীত দুরন্ত ৬৫ রান করেন। WPL-এ প্রথম হাফসেঞ্চুরি এটি। কলকাতার সাইকা ইশাক একাই ৪ উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেন মুম্বইয়ের।
WPL-এর প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু কর মুম্বই। ৩০ বলে ৬৫ রান করেন হরমনপ্রীত। উদ্বোধনী টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তাঁর ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে দল। মুম্বইয়ের হয়ে পারফর্ম করেন বেথ মুনি ও আমেলিয়া কের। বড় রানের বোঝা মাথায় নিয়ে ৯ উইকেটে ৬৪ রানে শেষ হয়ে যায় গুজরাত জায়ান্টসের ইনিংস।
আরও পড়ুন: ওড়িশাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান
গুজরাত মাত্র ৭.৪ ওভারে ২৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে। এরপর ম্যাচ শেষ হওয়া ছিল গুজরাতের সময়ের অপেক্ষা। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান তোলে গুজরাত। WPL-এর ইতিহাসে প্রথম ম্যাচে হার দিয়েই শুরু করল গুজরাত।