গত ১৪ বছরে যা হয়নি, তা হয়েছে এই আইপিএলে (Ipl 2022)। এই প্রথমবার নকআউটে (Playoff) দেখা যাবে না গত পাঁচ বারের চ্য়াম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians)। শেষ ম্যাচে চেন্নাইকে (Csk) পাঁচ উইকেটে হারালেও, তার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) দল। তাই মঙ্গলবার আইপিএলে মুম্বই (MI) বনাম হায়দরাবাদ (SRH) ম্য়াচ রোহিতদের কাছে নিয়মরক্ষার।
কিন্তু গুরুত্ব আছে হায়দরাবাদের কাছে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন প্লে-অফে স্বপ্নে ভেসে আছে দক্ষিণের এই দল। মঙ্গলবার কেন উইলিয়ামসনরা (Kane Willamsom) মুম্বইকে হারাতে পারলে একযোগে চাপ বাড়বে দিল্লি (DC), কলকাতা (KKR) ও পাঞ্জাবের (PBSK) উপরে। শেষ পাঁচটি ম্যাচ হেরে মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামছে হায়দরাবাদ। দলের উদীয়মান উমারান মালিক (Umran Mallik), অভিষেক শর্মারা অক্সিজেন যোগাচ্ছেন কোচ টম মুডিকে। তাই ব্রায়ান লারা, ডেল স্টেইন, মুথাইয়া মুরলীধরণরা। তাই মঙ্গলবারের মুম্বই ম্যাচকে হালকা ভাবে নিচ্ছে না হায়দরাবাদ শিবির।
আরও পড়ুন : IPL 2022, LSG vs RR review: ফের পিছোল লখনউয়ের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা, রাজস্থানের কাছে হেরে গেল ২৪ রানে
এবারের আইপিএলে মঙ্গলবারই প্রথম খেলবে হায়দরবাদ ও মুম্বই। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত মোট ১৮ বার মুখোমুখি হয়েছে দু দল। এরমধ্য়ে মুম্বই জিতেছে ১০ বার। আর হায়দরাবাদ জিতেছে ৮ বার। উল্লেখযোগ্য ম্যাচ ছিল ২০১৯ সালে। এলিমিনেটরের ম্যাচে হায়দরাবাদকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে উঠেছিল মুম্বই।