মেয়েদের আইপিএলে আজ, সোমবার বড় ম্যাচ। ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় হরমনপ্রীতের মুম্বই খেলবে স্মৃতির ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে মুম্বই। উলটো দিকে প্রথম ম্যাচে বড় রানে হেরেছে আরসিবি। তাই, এই ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ স্মৃতি মান্ধানাদের কাছে। প্রথম ম্যাচেই রান পেয়েছেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত। রানে আছেন স্মৃতিও। তাই মুম্বই ও রয়্যাল ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রমীরা।
মেয়েদের আইপিএলে নতুন সিদ্ধান্ত। ম্যাচ চলাকালীন আম্পায়ারের দেওয়া ওয়াইড এবং নো বলের সিদ্ধান্তেও রিভিউ চাওয়া যাবে। এই প্রথম বার কোনও ম্যাচে এমন নিয়ম চালু করা হল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এই নয়া নিয়ম সম্পর্কে বলা হয়, এই নিয়ম আনা হয়েছে যাতে মহিলা আইপিএলে কোনও ভুল সিদ্ধান্ত না নেওয়া হয় যার জেরে ম্যাচের ফল পাল্টে যাবে।