T20 বিশ্বকাপের শুরুতেই অঘটন। এশিয়া কাপের চ্যাম্পিয়ন টিম শ্রীলঙ্কাকে হারিয়ে দিল নামিবিয়া। কোয়ালিফায়ার্স খেলতে নেমে ৫৫ রানে হারল শ্রীলঙ্কা। টার্গেট ছিল ১৬৪ রান। ১০৮ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৬৩ রান তোলে নামিবিয়া। ৩৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় তাঁরা। শ্রীলঙ্কার বোলারদের চাপে ভেঙে পড়ে টপ অর্ডার। কিন্তু মিডল অর্ডারে বড় রান তোলে নামিবিয়া। মাত্র ২৮ বলে ৪৪ রান করেন ফ্রিলিঙ্ক। ১৬ বলে ৩১ রান করে ম্যাচ শেষ করে জোনাথন স্মিট।
T20 বিশ্বকাপের কোয়ালিফায়ার্সে ১৬৪ রানের টার্গেট আহামরি ছিল না শ্রীলঙ্কার। কিন্তু ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে সেই কাজ কঠিন করে ফেলে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারে মাত্র ৬ রান করে ফেরেন ওপেনার মেন্ডিস। দলের অন্য ওপেনার পাতুম নিশঙ্ক করেন ৯ রান। অধিনায়ক শনাকা ২৩ বলে ২৯ রান করে ফেরেন।
আরও পড়ুন: রবিবার লক্ষ্য ৩ পয়েন্ট, কেরলকে হারিয়েই ছন্দে ফেরা লক্ষ্য এটিকে মোহনবাগানের
কোয়ালিফায়ার্সে শ্রীলঙ্কার গ্রুপে আছে নেদারল্যান্ডস ও আরব আমিরশাহি। নামিবিয়ার কাছে হারের পর এবার মুখোমুখি এই দুই টিম। যাদের বিরুদ্ধে জিততেই হবে। না হলে বিশ্বকাপের মূল পর্বে ওঠার আশা শেষ হয়ে যাবে শ্রীলঙ্কার।