গেট খুলেছিল সকাল ১০টায়। টস হয়েছিল বেলা দেড়টায়। আর প্রথম বল গড়িয়েছিল দুপুর ২টোয়। তার আগেই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রঙ হয়েছিল গাঢ় নীল। দুচোখ ভরে এই নীলকেই উপভোগ করেছিলেন বিদেশি দর্শকরা। তবুও দিনের শেষে ICC-র হিসেব বলছে রবিবার বিশ্বকাপ ফাইনালে মোট লোক হয়েছিল ৯২ হাজার ৫৪৩ জন।
মোতেরা স্পোর্টস কমপ্লেক্সের এই স্টেডিয়ামে লোক বসতে পারে ১ লাখ ৩০ হাজার। তবে নিরাপত্তার কারণে স্টেডিয়ামে বিশ হাজার আসন ফাঁকা রাখা হয়। এটাই আন্তর্জাতিক কোনও টুর্নামেন্টের নিয়ম। সেই নিয়ম মেনেই দর্শক সংখ্য়া প্রকাশ করেছে ICC। ICC-র প্রকাশিত এই সংখ্যায় অনেকের আবার মন ভরেনি।
উল্লেখ্য ২০১৫ সালের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিশ্বকাপ ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন ৯৩ হাজার ১৩ জন দর্শক।- ফাইনাল হয়েছিল মেলবোর্নে। তবে ICC-র দাবি চার বছর আগের লর্ডসের থেকে বেশি লোক হয়েছিল এবারের আমেদাবাদে।